সহকারী স্টেশন মাস্টার সুযোগ সুবিধা।

পদের নামঃ সহকারী স্টেশন মাস্টার

গ্রেড-১৫ তম,বেতন স্কেল-৯, ৭০০/২৩,৪৯০ ও সর্বসাকুল্যে বেতন- ১৬,০০০+

পদ সংখ্যা: ৫৬০

পরীক্ষার্থী:৩,৪৫,৭৩৪ জন

পরীক্ষাঃ বিভাগীয় শহরে ।

পরীক্ষার তারিখঃ ৬ আগস্ট ২০২২ (শনিবার)

সময়ঃ ১ ঘন্টা ৩০ মিনিট

সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ পরীক্ষা হবে দুই ধাপে।

প্রথমে লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরের।সময় বরাদ্দ ৯০ মিনিট। লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর ৫০ শতাংশ অর্থাৎ কমপক্ষে ৩৫ নম্বর পেতে হবে।

১। বাংলা

২। ইংরেজী

৩। গণিত

৪। সাধারণ জ্ঞান

সহকারী স্টেশন মাস্টারের কাজ

স্টেশনের যাবতীয় বিষয় যেমন যাত্রীদের সুরক্ষা,রেলওয়ে প্ল্যাটফর্মের ট্রেন ক্রসিং,

সিগন্যাল,বিভিন্ন পার্সেল গ্রহণসহ অন্যান্য বিষয় ।

কোটাঃসহকারী স্টেশন মাস্টার পদে, যাদের কোটা রয়েছে তাদের কোটায় আবেদন

করার সুযোগ রয়েছে।

ডিউটিঃ – শিফট ডিউটি থাকে।সরকারি চাকরির ৮ ঘন্টার ডিউটি হলেও এটি ইমার্জেন্সী

বিভাগ হবার কারণে যেকোনো সময় ডিউটি করা লাগতে পারে ।

সুযোগ- সুবিধাঃ সহকারী স্টেশন মাস্টার পদে প্রমোশন, ট্রান্সফারের সুযোগ- সুবিধা, নাইট অ্যালাউন্স,ট্রাভেলিং অ্যালাউন্স সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

Related  শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পরীক্ষার ফলাফল ২০২৩

Similar Posts