প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) ২০১৯-২০ প্রোগ্রামে ভর্তির নিয়ম।

আজ ২৯ মার্চ রাত ১২ টা শেষ হচ্ছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) প্রোগ্রামে ভর্তির প্রাথমিক অনলাইন আবেদন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করে, কলেজ নোটিশ অনুসরণ করে ৩০০ টাকা আবেদন ফিসহ কাগজপত্র কলেজে জমা দিতে হবে।

# কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চায়ন করার শেষ সময়সীমা ৩১/০৩/২০২২ইং।
# উল্লেখ্য, প্রাথমিক আবেদন নিশ্চায়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।
#২০১৫ থেকে ২০১৯ সালে ডিগ্রি(পাস) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

# ডিগ্রিতে পঠিত ৩টি বিষয়ের মধ্যে থেকে যেকোনো একটি বিষয়ে ভর্তি হওয়া যাবে! মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির সুযোগ না হলে প্রাইভেট প্রোগ্রামে সহজেই ভর্তি হওয়া যাবে।

এপ্রিল মাসের ১ম সপ্তাহে প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হবে।

Related  প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তির প্রথম মেধাতালিকা।

Similar Posts