প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলাদেশ সম্পর্কে যে বাক্য লিখবেন।

এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষায় প্রাথমিক শিক্ষক নিয়োগ অধিদপ্তর থেকে_ হাতের লেখা যাচাই করার কথা বলা হয়েছে….আর যেহেতু পরিক্ষার ১ঘন্টা পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে সেহেতু ওএমআর সিটে হাতের লেখা যাচাই করার জন্য ২/৩ লাইন লিখার সিস্টেম থাকতেও পারে। পরিক্ষার সময় সকাল ১১ থেকে ১২ টা করা আছে সেক্ষেত্রে লিখিত পরিক্ষা হবে না এটা নিশ্চিত।
বাংলাদেশ সম্পর্কে কিছু লিখতে বললে নিচের বাক্যগুলো ট্রাই করতে পারেন।

বাংলায় নিচের যে কোন তিনটি বাক্য লিখলেই হবে –
১। বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।
২। প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি এই বাংলাদেশ।
৩। ছয় ঋতুর দেশ এই রুপসি বাংলাদেশ।
৪। বাংলাদেশের প্রকৃতি সবুজে ঘেরা।
৫। বাংলাদেশে ছয়টি ঋতুতে প্রকৃতি নানা সাজে সেজে
ওঠে।
৬। অসংখ্য নদী থাকায় এ দেশকে তেরো শত নদীর দেশ
বলা হয়।
৭ । বাংলাদেশের গ্রামীন প্রকৃতি ভারি সুন্দর।
৮। এদেশে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত রয়েছে।

ইংরেজিতে নিচের যে কোন দুইটি টি বাক্য লিখলেই হবে –
1. Bangladesh is a small and beautiful
country in South Asia.
2. Bangladesh is my homeland.
3. Our country became independent in 1971.
4. The capital of my country is Dhaka.
5. Our country is not big but a lot of natural
resources.
6. There are many visiting places in my country.
7. There are a lot of rivers in this country.
8. We have a mangrove forest called Sundarbans.
9. Sundarbans is the home to the royal Bengal
tiger.
10. I love this peaceful country.

Related  প্রাথমিক সহকারী শিক্ষকের প্রবেশপত্র সংগ্রহ নিয়ম।

Similar Posts