ক্রিস্টিয়ানো রোলান্ডো কাতার বিশ্বকাপ খেলতে পারবে তো?
আসন্ন কাতার বিশ্বকাপে কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখা যাবে? প্রশ্নের উত্তর বোধহয় এখন নিজেও জানেন না পর্তুগিজ সুপাস্টার।
বিশ্বকাপের মূলপর্বে পৌছনোর আগে উত্তর মেসিডোনিয়া বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে। উত্তর মেসিডোনিয়া ২০২২ বিশ্বকাপে কোয়ালিফাইে জার্মানি এবং ইতালির মতো বিশ্বসেরা দলকে হারানোর গৌরব অর্জন করেছে, আর উত্তর মেসিডোনিয়া বিরুদ্ধে ম্যাচ যদি হেরে যায় পর্তুগাল (portugal), তবে আসন্ন কাতার বিশ্বকাপে আর খেলা হবে না তাদের। সেক্ষেত্রে নিজের শেষ বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ হবে না সি আর সেভেনের। দেখা যাক শেষ পর্যন্ত কি নাটক অপেক্ষা করতেছে, পারবে কি রোলানদো পর্তুগালকে কাতার বিশ্বকাপ খেলা তে? অপেক্ষা করতে হবে 31 মার্চ পর্যন্ত।
খেলার সময় সূচি ঃ-
World Cup Qualifiers match Wed, Mar 30, 12:45 AM .
Portugal VS North Macedonia